২০২৩-২৫ মেয়াদের জন্য উপদেষ্টা প্যানেল গঠন করেছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। বুধবার (৩১ অক্টোবর) এ প্যানেলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
উপদেষ্টা প্যানেলে রয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, গবেষক, ব্যবসায়ী ও উদ্যোক্তা, মিডিয়া ব্যক্তিত্বরা।
এফবিসিসিআইয়ের নতুন উপদেষ্টা প্যানেলের প্রথম সভায় আলোচকরা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশে ডলার সংকট, মূল্যস্ফীতিসহ জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার শঙ্কা দেখা দিয়েছে। এসব সংকটের মধ্যেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং বেসরকারি খাতকে এগিয়ে নিতে এফবিসিসিআই কীভাবে নেতৃত্ব দিতে পারে সে বিষয়ে উপদেষ্টাদের পরামর্শ চাওয়া হয়। এছাড়া এসডিজি বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের সঙ্গে একটি রূপরেখা প্রণয়নের লক্ষ্যে জাতীয় সম্মেলন আয়োজনে করার বিষয়ে আলোচনা হয়।
এসময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর কাঠামোগত সংস্কারসহ কর ব্যবস্থাপনায় অটোমেশনের উপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, সহ-সভাপতি খায়রুল হুদা চপল, শমী কায়সার, মহাসচিব মো. আলমগীর প্রমুখ।