বুধবার , ১ নভেম্বর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সর্বোচ্চ উইকেট শিকারের নেতৃত্বে অ্যাডাম জাম্পা ও আফ্রিদি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১, ২০২৩ ৫:১৭ পূর্বাহ্ণ

বিশ্বকাপ ক্রিকেটের মাঝামাঝি সময়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের লড়াইটা দারুণভাবে জমে উঠেছে। শেষ পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী কে হবেন তা জানার জন্য টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হতে পারে। তবে এরই মধ্যে এ লড়াই বেশ জমে উঠেছে। সর্বোচ্চ উইকেট শিকারের লড়াইয়ে বেশ কয়েকজন এ লড়াইয়ে নিজেদের শামিল করেছেন।

অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন। ৬ ম্যাচে শেষে তার শিকার সংখ্যা ১৬। সমান উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। এ পেসার অবশ্য একটা ম্যাচ বেশি খেলেছেন। জাম্পা ইনিংসে তিনবার ৪ উইকেট নিয়েছেন। আফ্রিদি সাত ম্যাচে একবারও ৪ উইকেটের দেখা পাননি। তবে একবার পাঁচ উইকেট পেয়েছেন এ পাকিস্তানী পেসার।

ভারতের জাসপ্রিত বুমরা ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার উভয়ই ১৪টি করে উইকেট পেয়েছেন। দুইজনই ছয়টি করে ম্যাচ খেলেছেন। বুমরা ইনিংসে একবার চার উইকেট নিয়েছেন, আর স্যান্টনার একবার শিকার করেছেন পাঁচ উইকেট।

১৩ উইকেট করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ও শ্রীলঙ্কার দিলশান মাদুশাঙ্কা। উভয়ে ছয়টি করে ম্যাচ খেলেছেন।

এবারের বিশ্বকাপে এ পর্যন্ত তিনজন বোলার এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। তারা হলেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও ভারতের মোহাম্মদ শামি। ভারতের এ পেসার মাত্র দুই ম্যাচে খেলেছেন। দুই ম্যাচে তার শিকার ৯ উইকেট।

সর্বশেষ - সারাদেশ