বুধবার , ১ নভেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির বাসভবনের নিরাপত্তা নিয়ে সভা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১, ২০২৩ ৫:১৮ পূর্বাহ্ণ

সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির বাসভবন ও ২০ তলা জাজেস কোয়ার্টারের নিরাপত্তা নিশ্চিতে সভা করেছে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জাজেস কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম।

সভায় বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি, পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তারা ছিলেন।

সভায় সুপ্রিম কোর্ট কম্পাউন্ডের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রধান বিচারপতির বাসভবন জাজেস কোয়ার্টারের নিরাপত্তা নিশ্চিত, ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, পুলিশ মহাপরিদর্শকের প্রতিনিধি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং পুলিশের বিশেষ ব্রাঞ্চের (এসবি) প্রতিনিধি।

এছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং উভয় বিভাগের রেজিস্ট্রারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির সরকারি বাসভবনে হামলা হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত