বিএনপি জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধ শেষে সদরঘাটে বেড়েছে লঞ্চ যাত্রী। সকাল থেকেই নির্দিষ্ট সময়ে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। অন্যদিকে দেশের দক্ষিনাঞ্চল থেকেও যাত্রী বোঝাই করে আসছে লঞ্চ। শুক্রবার (৩ নভেম্বর) রাজধানীর সদরঘাটে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই সদরঘাটে যাত্রীদের ভীড়। গত তিন দিনের তুলনায় আজ যাত্রী দ্বিগুণের বেশি দেখা গেছে। লঞ্চ শ্রমিক ও কুলিদের হাঁকডাক বেড়েছে।
সকাল থেকে চাঁদপুরগামী ৫টি লঞ্চ ও ভোলা, ইলিশা,কালীগঞ্জ নৌরুটের ৪টি লঞ্চ ছেড়ে গেছে।
চাঁদপুরগামী যাত্রী রফিকুল ইসলাম বলেন, আমি যাব চাঁদপুরের হাইমচর। সবসময় লঞ্চেই যাতায়াত করি। গত ৩দিন অবরোধের কারনে বের হইনি। লঞ্চঘাট থেকে বাড়ি অনেক দূর, মনে কিছুটা ভয় ছিল। আজকে যাচ্ছি আবার রোববার অবরোধের আগে চলে আসব।
চাঁদপুরগামী ঘাটের ইমাম হাসান লঞ্চের কেবিনবয় সুজন জাগো নিউজকে বলেন, আজকে বেশ ভালোই যাত্রী আসছে। গত তিন দিন তো যাত্রীই হয়নি। আজকে প্রতিটি লঞ্চ নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে। আবার সামনে অবরোধের কারনে যাত্রী কমে যাবে।
এর আগে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সারাদেশে বিএনপি জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধে লঞ্চ ঘাটে যাত্রী সংখ্যা কম ছিল। প্রতিদিন অর্ধেকের কম যাত্রী নিয়ে চলতে হয়েছে লঞ্চগুলোকে।