শুক্রবার , ৩ নভেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ডেঙ্গুতে চার কেজি ওজন কমেছে গিলের!

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৩, ২০২৩ ৫:১৭ পূর্বাহ্ণ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বকাপের দুটি ম্যাচ মিস করেছেন ভারতীয় ওপেনার শুভমান গিল। খেলতে পারেন নি অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে। তবে পরের ম্যাচগুলোতে নিয়মিত খেলেছেন চলতি বছরে দুর্দান্ত ফর্মে থাকা এই ডানহাতি ব্যাটার।

গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৩০২ রানের বিশাল জয় পায় ভারত। নিজেদের সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে বিরাট কোহলি (৮৮) ও শ্রেয়াস আয়ারের (৮২) হাফসেঞ্চুরির সাথে গিলের অবদান ছিল ৯২ রানের।

ম্যাচ শেষে দেওয়া বক্তব্যে নিজের ফিটনেস নিয়ে কথা বলেন শুভমান গিল। গিল বলেন, ‘এখনো পুরোপুরি ফিট নই। ডেঙ্গু থেকে সেরে উঠার পর আমার শরীরের ভর এবং পেশীর ওজন চার কেজি কমেছে। কঠিন বলগুলো সিম করছিল এবং আমি অনুকূল জায়গায় বলগুলো খেলেছি। আপনি তো বল থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারবেন না। আমি বোলারদের উপর চাপ সৃষ্টি করতে চেয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘আগের ম্যাচগুলোতে যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম, আজকের ম্যাচটি সেভাবে শুরু করিনি। আজকে স্ট্রাইক রেট বাড়ানোর কথা ভেবেছিলাম। সত্যি বলতে আমি মনে করি না যে, এটি ৪০০ রানের উইকেট ছিল। আমরা ভালো ব্যাটিং করেছি বলেই ৩৫০ স্পর্শ করতে পেরেছি।’

এ সময় শুভমান গিল পেসার মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিং ও ব্যাট হাতে শ্রেয়াস আয়ারের দুরন্ত ইনিসের (৫৬ বলে ৮২) প্রশংসা করেন।

সর্বশেষ - সারাদেশ