শুক্রবার , ৩ নভেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

শরীয়তপুরে দুই কলেজছাত্রীর মারামারির ভিডিও ভাইরাল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৩, ২০২৩ ৫:১৫ পূর্বাহ্ণ

শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের দুই ছাত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হাতাহাতিতে জড়িয়ে পড়া ওই দুই ছাত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। ব্যক্তিগত সমস্যা নিয়ে বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে বসে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুজন চুলোচুলি ও শেষে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে আরেক ছাত্রী এগিয়ে এসে দুজনের মারামারি থামিয়ে আলাদা করে সরিয়ে দেন।

এদিকে দুই ছাত্রীর মারামারির সময় উপস্থিত অনেক শিক্ষার্থী তাদের মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করে রাখেন। যার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা রঙের ড্রেস পরিহিত এক ছাত্রী ও গোলাপি রঙের ড্রেস পরা আরেক ছাত্রীর মধ্যে চুলোচুলি ও মারামারি চলছে। এ সময় আরেক ছাত্রী এসে দুজনের মারামারি থামানোর চেষ্টা করছে। কয়েকজন আবার ভিডিও করার পাশাপাশি পুলিশকে উচ্চস্বরে ডাকছেন।

প্রত্যক্ষদর্শী এক ছাত্রী জানান, এর আগে দুজনের মধ্যে কী নিয়ে ঝামেলা হয়েছিল তা সঠিক জানি না। গোলাপি রঙের ড্রেস পরা মেয়েটি কলেজের পুকুর পাড়ের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন, হঠাৎ সাদা ড্রেস পরা মেয়েটি এসে তাকে গালাগাল দিতে দিতে মারধর শুরু করেন। আমি দ্রুত এগিয়ে গিয়ে তাকে থামাই।

মারামারির ভিডিওতে থাকা দুই ছাত্রীর একজন বলেন, সাদা রঙের জামা পরিহিত মেয়েটি এর আগে আমার এক সিনিয়র আপুর সঙ্গে ঝামেলা করেছিল। তখন আমি বিষয়টি মীমাংসার জন্য বলেছিলাম। সেই ক্ষোভে আমাকে কলেজের মধ্যে মারধর করে। আমি দোষ না করেও হেনস্তার শিকার হয়েছি। আমি এ ঘটনার বিচার চাই।

তবে এ বিষয়ে অপর ছাত্রী কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশীদ জাগো নিউজকে বলেন, দুই ছাত্রীর মধ্যে মারামারি বিষয়টি আমরা জানতে পেরেছি। এদের মধ্যে এক ছাত্রী মৌখিক অভিযোগ দিয়েছে। শুক্র ও শনিবার দুদিন কলেজ বন্ধ থাকায় রোববার উভয়পক্ষকে ডেকে বিষয়টির ফয়সাল করা হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ৩৩ লাখ টাকা দান করলেন আমির খান

‘ট্যুরিস্ট পুলিশ’ পাচ্ছে নতুন নাম-ইউনিফর্ম

আরও ২০ হাজার পরিবার পাবে ঈদ সামগ্রী বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে রূপগঞ্জে ১৫ হাজার পরিবার পেলো ঈদ বস্ত্র

ইসরায়েলের লাভের চেয়ে তুলনাহীন ক্ষতিই হলো

১০ শতাংশ কোটা পেয়েও বিসিএসে পিছিয়ে নারীরা

Новая версия Индикатора Открытого интереса онлайн © скачать индикатор для MetaTrader 4 бесплатно

Новая версия Индикатора Открытого интереса онлайн © скачать индикатор для MetaTrader 4 бесплатно

বুধবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন, চূড়ান্ত হবে তফসিল

আগামী মাস থেকে আমরা উন্নয়নের পথে যাব: মন্ত্রী

প্রতিষ্ঠাবার্ষিকীতে সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার আ.লীগের

সালমার সঙ্গে ‘বন্ধু তোমায় ভালবাসি’ গাইলেন এসআই শাহ আলম