ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে এ জি এম শামসুল হককে।
শুক্রবার (৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সদস্যসচিব আমিনুল হক কারাগারে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুগ্ম আহ্বায়ক এ জি এম শামসুল হককে ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় আমিনুল হকসহ তিনজনকে বৃহস্পতিবার (২ নভেম্বর) আটদিনের রিমান্ড দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। অন্য দুজন হলেন- ঢাকা মহনগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ ও গোলাম কিবরিয়া।
গত বুধবার দিনগত মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।