মঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সিলেট সিটি করপোরেশন আরিফ যুগের সমাপ্তি, দায়িত্ব নিলেন আনোয়ারুজ্জামান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৭, ২০২৩ ১১:৫৮ পূর্বাহ্ণ

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র নির্বাচিত হওয়ার চার মাস ১৬ দিনের মাথায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরভবনে বিদায়ী মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে দায়িত্ব হস্তান্তর করেন। এর মধ্যদিয়ে টানা একদশক ধরে নগরের মেয়রের দায়িত্ব পালন করে আসা আরিফুল হক চৌধুরী যুগের অবসান হলো।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ, বিদায়ী ও নবনির্বাচিত মেয়রদ্বয়ের স্ত্রী-সন্তান, সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা।

এ সময় আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানান এবং মহানগরের উন্নয়নে সবসময় পাশে থাকার আশ্বাস দেন। নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও তাকে বিদায়ী শুভেচ্ছা জানান এবং মহানগরের উন্নয়নে তার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

২১ জুন পঞ্চম সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বিপুল ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।

সর্বশেষ - সারাদেশ