একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে ২০১৮ সালে যুবদল ছেড়ে যুবলীগে যোগ দিয়েছিলেন ফেনীর দুই যুবক মাঈন উদ্দিন আনসারী ও হানিফ খান। তারা যুবলীগের কোনো পর্যায়ের কমিটিতে ঠাঁই পাননি। তবে মিছিল-মিটিংয়ে তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সম্প্রতি ফেনী শহরের ইসলামপুর রোডে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিস্ফোরণ মামলায় আসামি হয়েছেন দুজন। বিষয়টি ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে।
দল বদলের আগে এ দুজন গাজী হাবিব উল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারীর নেতৃত্বাধীন জেলা যুবদলের কমিটিতে সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে।
সূত্র জানায়, ফেনী শহরের ইসলামপুর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ৩১ অক্টোবর বিক্ষোভ করেন নেতাকর্মীরা। পুলিশ এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। ঘটনার পরদিন (১ নভেম্বর) ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় ২০ ও ২১ নম্বর আসামি করা হয়েছে মাঈন উদ্দিন আনসারী ও হানিফ খানকে।
এ বিষয়ে মাঈন উদ্দিন আনসারী বলেন, বিষয়টি ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি অবগত রয়েছেন। পুরোনো তালিকা থেকে পুলিশ তাদের নাম ঢুকিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ফেনী জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন বলেন, মামলার বিষয়টি তারা জেনেছেন। মাঈন উদ্দিন আনসারী ও হানিফ খান পদ-পদবিতে না থাকলেও যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়।
জানতে চাইলে মামলার বাদী ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, কোন মামলায় কে আসামি এটা সাংবাদিকদের জানার দরকার নেই।