বুধবার , ১৫ নভেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ভারত-নিউজিল্যান্ডের পিচ পরিবর্তনের খবরে চিন্তিত কামিন্স

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ শুরুর আগেই সমালোচনার ঝড় ওঠে পুরো বিশ্বে। ওয়াংখেড় স্টেডিয়ামে যে পিচে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ হওয়ার কথা ছিল সে পিচে আজ খেলা হবে না। ভারতীয় স্পিনারদের সুবিধা করে দিতেই অন্য পিচ খেলা হবে। বাইরের কেউ নন, পিচ পরিবর্তনের এই অভিযোগ এনেছেন আইসিসির কনসালটেন্ট অ্যান্ডি অ্যাটকিনসন। মেইল অনলাইনে এমন অভিযোগ আনা হয়েছে।

এই অভিযোগের প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে আইসিসির নিরপেক্ষতা নিয়েও। ভারতকে সুবিধা দেওয়ার জন্য পিচ পরিবর্তন কাণ্ডে রীতিমত অবাক ও চিন্তিত অজি অধিনায়ক প্যাট কামিন্স।

বিশ্বকাপে প্রোটিয়াদের বিপক্ষে সেমিফাইনালে নামার আগের দিন সংবাদ সম্মেলনে কামিন্স আসলে তার কাছে জানতে চাওয়া মুম্বাইর পিচ পরিবর্তনের ব্যাপারে তার অভিমত।

কামিন্স বলেন, ‘হ্যাঁ, আমরা এটা দেখেছি। আপনারা জানেন, আইসিসির নিজস্ব একজন পিচ কিউরেটর রয়েছেন যে স্বাধীনভাবে এসব দেখভাল করে। তাই আমি আশা করছি সবার জন্য উপযোগী পিচই তারা বানাবে। তবে, এখন পর্যন্ত আমি তেমন কোন ব্যাপার নিয়ে চিন্তিত নই।’

আফগানিস্তানের বিপক্ষে অতিমানবীয় খেলে ইতিহাসের পাতায় নাম লেখিয়েছেন ম্যাক্সওয়েল। ইনজুরি নিয়েও ২০১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বিশ্রামে ছিলেন তিনি। তবে সেমিফাইনালে ঠিকই খেলবেন এই মারকুটে অলরাউন্ডার।

কামিন্স বলেন, ‘সে একদম সুস্থ। গতকাল কিছুটা ব্যথা ছিল কিন্তু এখন নেই। আমরা অনেকবার স্ক্যান করেছি যদি পরবর্তীতে কোন সমস্যা হয় আমরা জানি এটার সঙ্গে কীভাবে মোকাবেলা করতে হয়। অবশ্যই, সে সুস্থ হয়ে এই ম্যাচ খেলবে।’

সর্বশেষ - সারাদেশ