বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে আজ বুধবার রাতে রাজধানীর পল্টন ও কাকরাইলে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, আজ রাত সাড়ে আটটার দিকে একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা পল্টনের কালভার্ট রোডে তিনটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় একই সময় কাকরাইলে নাইটিঙ্গেল মোড়ে একটি মোটরসাইকেল থেকে আরোহীরা দুটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণ হলেও এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।