দেড় যুগ ধরে কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদরাসার গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। গত বছরের ২৯ জুন এক আদেশে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি), জেলা শিক্ষা অফিসার, রামু উপজেলা নির্বাহী অফিসার ও অধ্যক্ষ আব্দুল হামিদকে আগামী তিন মাসের (৯০ দিনের) মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন আদালত।
এরপর উচ্চ আদালতের আদেশকে বিধিবহির্ভূত বলে মন্তব্য করায় বাংলাদেশ মাদরাসা বোর্ডের চেয়ারম্যান ও রেজিস্ট্রারের প্রতি শোকজ নোটিশ জারি করে তাদের ব্যাখ্যা তলব করেছেন আদালত। এ বিষয়ে আগামী ২১ নভেম্বর শুনানির দিন ঠিক করেছেন।
এ বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহ’র সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার (১৪ নভেম্বর) এ আদেশ দেন। আদেশের বিষয়টি বৃহস্পতিবার (১৬ নভেম্বর) জাগো নিউজকে নিশ্চিত করেন আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ রিদয়ানুল করিম।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ রিদয়ানুল করিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
আইনজীবী বলেন, গর্জনিয়া দুর্গত জনপদ হওয়ার কারণে গত ১২ সেপ্টেম্বর তিন প্লাটুন পুলিশ ও একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে নির্বাচন সম্পন্ন করা হয়। নির্বাচনের ফলাফল অনলাইনে বিগত ৩ অক্টোবর বোর্ডে অনুমোদনের জন্য পাঠানো হলে বোর্ড অনুমোদন দিতে অস্বীকৃতি জানায়।
তখন অধ্যক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (মাদরাসা ও কারিগরি বিভাগ) বরাবর আবেদন করেন। মন্ত্রণালয় বোর্ডকে কমিটি অনুমোদনের নির্দেশ দেয়। তা সত্ত্বেও বোর্ড কমিটি অনুমোদনে অস্বীকৃতি জানায়। ফলে হাইকোর্টে রিট করেন অধ্যক্ষ। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট অধ্যক্ষ আব্দুল হামিদের করা আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দেন। কিন্তু চলতি বছরের ৩ অক্টোবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সভা করে জানান যে, নির্বাচন বিধি সম্মত হয়নি মর্মে আবেদন নিষ্পত্তি করা হয়েছে।