শুক্রবার , ১৭ নভেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ফরিদপুরে আগুনে শ্রমিক কলোনির ১৩ কক্ষ পুড়ে ছাই

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে একটি শ্রমিক কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বসবাসরত শ্রমিকদের ১৩টি কক্ষ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার(১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

পরে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরতলীর কানাইপুর মালাঙ্গা গ্রামের করিম জুট মিলের বিপরীত পাশের শ্রমিক কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটে। কলোনীর দুটি বাড়িতে ১৬ টি কক্ষ ছিল। কক্ষ গুলো স্থানীয় পাটকলের শ্রমিকরা ভাড়া নিয়ে বসবাস করতেন। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে বলা সম্ভব হবে।

সর্বশেষ - সারাদেশ