রবিবার , ১৯ নভেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

হরতালে ‘যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে’ দেরিতে ছাড়ছে ট্রেন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৩ ৮:২৮ পূর্বাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিরোধিতা করে দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। হরতালে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে কিছুটা বিলম্বে ট্রেন ছাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টর।

রোববার (১৯ নভেম্বর) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে থাকা অন বোর্ড স্ক্রিনে দেখা যায়, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস (৭০৫) সকাল ১০টায় স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ১১টায়ও ছেড়ে যায়নি। তবে ট্রেনটি তখন প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল।

কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) ট্রেন সকাল ১০টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটিও তখন ছাড়েনি। সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসও (৭১৭) যথাসময়ে ছাড়েনি। তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫) ট্রেন বেলা সাড়ে ১১টায় ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভব্য সময় দেওয়া হয় দুপুর ১টা ৫ মিনিটে। এই একটি ছাড়া বাকি ট্রেনগুলো কখন ছাড়তে পারে সে বিষয়ে কোনো সম্ভাব্য সময় বেলা ১১টা পর্যন্ত জানানো হয়নি।

স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষায় থাকা এক যাত্রী বলেন, রংপুরগামী রংপুর এক্সপ্রেস (৭৭১) দুই ঘণ্টা দুই মিনিট বিলম্বে কমলাপুর ছেড়ে গেলো। ট্রেনে ভ্রমণ নিরাপদ হলেও নির্ধারিত সময়ে না ছাড়ায় তা এখন ভোগান্তি হয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মো. মাসুদ সারওয়ার জাগো নিউজকে বলেন, ‘হরতাল অবরোধের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ট্রেনগুলো কিছুটা বিলম্বে ছাড়ছে। যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করেই ট্রেন চলাচল করছে। এতে আধা ঘণ্টা, এক ঘণ্টা সময় বেশি লাগায় যাত্রীদের কিছুটা ভোগান্তি হলেও আমাদের কাছে যাত্রীদের নিরাপত্তা সবার আগে।’

সর্বশেষ - সারাদেশ