বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের জামিন মেলেনি। মঙ্গলবার (২১ নভেম্বর) গাজীপুরের একটি আদালতে তার জামিন আবেদন করা হলে আদালত নামঞ্জুর করে আদেশ দেন।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন সংগঠনটির সভাপ্রধান তাসলিমা আখতার।
এক বিবৃতিতে তাসলিমা আখতার বলেন, সাংগঠনিক সিদ্ধান্তে গত ১৪ নভেম্বর মজুরি আন্দোলনে নিহত শ্রমিক পরিবার ও স্বজনদের সঙ্গে দেখা করতে আমাদের সাধারণ সম্পাদক বাবুল হোসেন গাজীপুরে যান। একই দিনে গাজীপুরের কর্মীদের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু সেদিন তিনি নিখোঁজ হন। পরে জানতে পারি তাকে গাজীপুর মহানগরীর গোয়েন্দা পুলিশ আটক করেছে।
থানা পুলিশ তাকে জেলে পাঠায় এবং এক দিনের রিমান্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার তার জানিন আবেদন করা হলে আদালত জামিন মঞ্জুর করেননি। পরবর্তী আইনি পদক্ষেপ নেবো আমরা। জামিন না হওয়ার প্রতিবাদে শুক্রবার জেলা পর্যায়ে আন্দোলন কর্মসূচি থাকবে।
তসলিমা আখতার বলেন, গাজীপুরের শ্রমিক আন্দোলনের সময় যানবাহনে আগুন দেওয়ার একটি বানোয়াট মামলা দেওয়া হয় বাবুল হোসেনের নামে। তাকে অন্যায়ভাবে আটক রাখা হচ্ছে। আটক করে, গুম করে, ভয়ের পরিবেশ সৃষ্টি করে শ্রমিক আন্দোলন দমন করতে চাইছে সরকার। আমরা অবিলম্বে বাবুল হোসেনের মুক্তির দাবি জানায় এবং ২৫ হাজার টাকা মজুরি নির্ধারণের আহ্বান জানাই।