রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন হায়দার মোহাম্মদ জিতু।
বুধবার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
রংপুরের সাতমাথা খাসবাগ এলাকার সিরাজুল ইসলাম সিরাজ ও সৈয়দা মনিরা বেগমের ছেলে হায়দার মোহাম্মদ জিতু। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন হায়দার মোহাম্মদ জিতু।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতি যতদিন হায়দার মোহাম্মদ জিতুকে এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে।