জাতীয় পার্টির প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) ঘোষণা করা হচ্ছে প্রার্থীদের নাম। এর আগে মনোনয়ন ফরম সংগ্রহ করতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান ঢাকা-১০ আসনের জাতীয় পার্টির পদপ্রার্থী মো. শাহাজাহান।
প্রার্থীতা ঘোষণার আগেই মনোনয়ন ফরম কিনছেন, জানতে চাইলে তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। আমি জানতে পেরেছি আমার প্রার্থীতা নিশ্চিত করা হয়েছে। যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে তথ্যের ভুল বা ঘাটতি থাকলে মনোনয়ন বাতিল হতে পারে তাই আগেই কিনে সব গুছিয়ে রাখছি যাতে এধরনের কোনো সমস্যায় পড়তে না হয়।
তিনি আরও বলেন, আমি এর আগেও নির্বাচন করেছি। তাই আমার কাগজপত্র কী লাগে তা আগে থেকেই ঠিক করে রেখেছি। ২৯ নভেম্বর আমি মনোনয়নপত্র জমা দেবো।