চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আসা রোগী ও রোগীর স্বজনদের হয়রানির অপরাধে আলো দাস ওরফে রত্না (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার ২৭ নভেম্বর দুপুর পৌনে ১২টার দিকে চমেক হাসপাতালের গাইনি বহির্বিভাগ থেকে তাকে আটক করা হয়। আটক রত্না নগরীর পাঁচলাইশ থানার কাপাসগোলা বাবু কলোনির মৃত নারায়ন দাসের স্ত্রী।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশেক জাগো নিউজকে বলেন, আটক রত্নাসহ কয়েকজন নারী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি করে আসছিলেন। তারা হাসপাতাল থেকে বাইরে রোগী ভাগিয়ে নেন।
বাইরে থেকে রোগীর পরীক্ষা-নিরীক্ষা করানোর কথা বলে অতিরিক্ত টাকা হাতিয়ে নেন। সোমবার দুপুরে গাইনি বহির্বিভাগে এক নারীর উপস্থিতির খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।