রাঙামাটিতে শেষ মুহূর্তে মনোনয়নপত্র জমা দিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মোশারফ হোসেন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সোলায়মান বাদশা, সাবেক পৌর মেয়র মো. হাবিবুর রহমার উপস্থি ছিলেন ।
দুপুর ১টায় মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির সভাপতি মো. হারুন রশিদ মাতব্বর।
এর আগে গত মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনীয়পত্র জমা দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।