বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ঘূর্ণিঝড় মিগজাউম শীত বেড়েছে , বিক্রি হচ্ছে গরম কাপড়

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় মিগজাউম ও লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে বাগেরহাটের মোংলার আকাশ মেঘাচ্ছন্ন। এতে বাড়তে শুরু করেছে শীত। এর মধ্যে হঠাৎ বৃষ্টি ও বাতাসে শীত আরও বেশি জেঁকে বসেছে। তাই শীত নিবারণে ভিড় বাড়ছে গরম কাপড়ের দোকানগুলোতে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হলেও সন্ধ্যার পর থেকে বৃষ্টি তেমন একটা না থাকলেও রয়েছে বাতাস। বৈরী আবহাওয়ায় হঠাৎ শীতের প্রকোপ বাড়ায় ভিড় বেড়েছে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে। সন্ধ্যার পর পৌর শহরের হাই সড়ক, কমিশনার শফিউল্লাহ সড়ক, তাজমহল রোড, বাজার রোড ও বাজার জামে মসজিদ রোডের ফুটপাতের দোকানগুলোতে লোকজনের ভিড় জমেছে। পরিবারের শিশু, নারী ও পুরুষ শীতের উঞ্চতা পেতে কিনছেন পছন্দের কাপড়।

এদিকে, শীত মৌসুমের শুরুতেই বেচাকেনা ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা।

শীত বেড়েছে , বিক্রি হচ্ছে গরম কাপড়

কাপড় ব্যবসায়ী সাদ্দাম হোসেন ও সুমন বলেন, কয়েকদিন ধরে আকাশ মেঘলা থাকায় শীত কাপড় বিক্রি হচ্ছে। তবে বৃহস্পতিবার বৃষ্টির পর থেকে শীত আরও বেশি বাড়ায় জ্যাকেট, সোয়েটার, কম্বলসহ বিভিন্ন কাপড়ের চাহিদা ও বিক্রি বেড়েছে। গত কয়েকদিনে যা বিক্রি হয়নি, বৃহস্পতিবার একদিনেই তার থেকে বেশি বিক্রি হয়েছে।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ হারুন অর রশিদ বলেন, শুক্রবারও এ উপকূলে গুড়ি, হালকা ও মাঝারি বৃষ্টিপাত এবং বাতাস থাকবে। রোববার থেকে এ শীতের প্রকোপ আরও বাড়বে থাকবে।

সর্বশেষ - সারাদেশ