দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিতের নির্দেশনা চেয়ে করা রিটের ওপর আগামীকাল সোমবার আদেশের জন্য দিন রেখেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন।
এর আগে গত সোমবার রিটের ওপর শুনানি নিয়ে হাইকোর্ট ১০ ডিসেম্বর (আজ) আদেশের জন্য দিন রাখেন। সেই সঙ্গে লিখিত বক্তব্য থাকলে তা দাখিল করতে বলেন। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।
আদালতে ইউনুছ আলী আকন্দ বলেন, পাস ওভার (সংক্ষিপ্ত সময়) দেন। আদালত বলেন, ‘তাহলে (দুপুর) ১২টায় রাখছি।’ একপর্যায়ে ইউনুছ আলী আকন্দ বলেন, ‘তাহলে কাল (সোমবার) রাখেন।’ পরে আদালত আগামীকাল (সোমবার) সকাল সাড়ে ১০টায় আদেশের জন্য দিন ধার্য রাখেন।
গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এই তফসিলের বৈধতা নিয়ে ইউনুছ আলী আকন্দ ২৯ নভেম্বর রিট করেন। রিটের ওপর ৩ ও ৪ ডিসেম্বর শুনানি হয়।
রিটের প্রার্থনায় দেখা যায়, জাতীয় সংসদ বহাল থাকা অবস্থায় ১৫ নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে সংসদ নির্বাচনের তফসিল দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল স্থগিতের আরজি জানানো হয়েছে। রুল শুনানি বা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগের নিয়মে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের আদেশও চাওয়া হয়েছে। রিটে আইন মন্ত্রণালয়ের দুই সচিব, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, জাতীয় সংসদ সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।