রবিবার , ১০ ডিসেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সিরাজগঞ্জ-৬ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সাবেক মেয়র মিরু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৩ ১২:৫৩ অপরাহ্ণ

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট হালিমুল হক মিরু। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহজাদপুর আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

যাচাই-বাছাই শেষে ৪ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান মনোনয়নপত্রে দাখিলকৃত ১% ভোটারের তথ্যের গড়মিলের কারণে তার প্রার্থীতা বাতিল করেছিলেন। এরপর তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। রবিবার ঢাকার আগারগাও নির্বাচন কমিশনে শুনানি শেষে তার আপিল আবেদনটি মঞ্জুর করলে তিনি প্রার্থিতা ফিরে পান।

সাবেক মেয়র হালিমুল হক মিরু বলেন, আপিলে আবেদনটি মঞ্জুর হওয়ায় তিনি প্রার্থীতা ফিরে পেয়েছেন। তিনি মনে করেন, প্রার্থিতা ফিরে পাওয়ায় শাহজাদপুরের ভোটাররাও খুশি হয়েছেন। এখন শাহজাদপুরে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে। প্রার্থিরা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। সুষ্ঠু নির্বাচন হলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয় লাভ করবেন বলে আশাব্যক্ত করেন।

সর্বশেষ - সারাদেশ