বুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় আহত চালক ও তার সহকারী ঢামেকে ভর্তি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৩ ৭:৫৩ পূর্বাহ্ণ

গাজীপুর থেকে ঢাকায় আসার পথে ট্রেন দুর্ঘটনায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের আহত চালক ও তার সহকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন, মো. ইমদাদুল হক (৫৭) ও মো. সবুজ মিয়া (৩০)

বুধবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তাদের হাসপাতালে নিয়ে আসা ফারুক জানান, গাজীপুরের ভাওয়াল রাজেন্দ্রপুর এলাকায় দুষ্কৃতকারীরা ট্রেন লাইন কেটে ফেলায় এ ঘটনা ঘটে। আহত ইমদাদুল হক ও সবুজ মিয়াকে উদ্ধার করে প্রথমে গাজীপুর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। হাসপাতালে চিকিৎসাধীন তারা।

তিনি আর জানান, ট্রেন চালক ইমদাদুল হকের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার সিলিমপুর গ্রামে। বাবার নাম ইসমাইল হোসেন। সহকারী চালক সবুজ মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর থানার মাওহা গ্রামে। বাবার নাম আব্দুল কুদ্দুস।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন সবুজ শঙ্কামুক্ত হলেও চালক ইমদাদুলের অবস্থা গুরুতর।

সর্বশেষ - সারাদেশ