বৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

কুমিল্লায় মেয়র রিফাতের জানাজা শুক্রবার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৩ ৫:৩১ পূর্বাহ্ণ

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র আরফানুল হক রিফাতের জানাজা শুক্রবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে । জুমা’র নামাজের পর কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে।

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার বুধবার (ডিসেম্বর) রাতে জাগো নিউজকে এ তথ্যটি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, মেয়র রিফাত সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তার মরদেহ রাখা হবে। সেখানে নেতাকর্মীরা মেয়রের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

৬ ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় আরফানুল হক রিফাতকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুর নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে রোববার (১০ ডিসেম্বর) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরফানুল হক রিফাত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২০২২ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

সর্বশেষ - সারাদেশ