সোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ভোট পর্যবেক্ষণে জাপান থেকে আসবে ৩ জন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৩ ৮:৫৪ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৫৭ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) এ বৈঠক শুরু হয়। বৈঠকে সচিব মো. জাহাংগীর আলমমহ অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে জাপানি রাষ্ট্রদূত বলেন, জাপান থেকে ৩ জন পর্যবেক্ষক আসবে। তাদের সহায়তায় আরও ১৩ জন জাপান দূতাবাসের একটি টেকনিক্যাল টিমে যুক্ত হবে। সব মিলিয়ে ১৬ জন ইসিতে নিবন্ধন করেছেন।

তবে বৈঠকের বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, আপনাদের বিস্তারিত বলতে পারবো না।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, আজ আমরা আমাদের দেশ থেকে নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে এসেছি।

তিনি আরও বলেন, অবশ্যই নির্বাচনের সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলাপ হয়েছে।

কতজন পর্যবেক্ষক পাঠাবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মোট ১৬ জনের নিবন্ধন করেছি, কিন্তু জাপান থেকে ১৬ জনের সবাই পর্যবেক্ষক নন। জাপানের তিন জন এবং দূতাবাসের অন্যান্য সাপোর্টিং স্টাফ। কিন্তু ১৩ জনের সবাই উপস্থিত থাকবেন না। এসব বিষয়ে আমি বিস্তারিত কথা বলতে চাই না।

সর্বশেষ - সারাদেশ