নির্বাচনী প্রচার-প্রচারণার অন্যতম উপকরণ মাইক। সারাবছর মাইকের ব্যবহার কম হলেও নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের বাড়তি প্রস্তুতি থাকে। পুরাতন মাইক সারিয়ে ও মাইকের নতুন সেট কিনে প্রস্তুতি নিয়েছেন তারা। এখন শুধু অপেক্ষার পালা।
তারা বলছেন, নির্বাচনের প্রতীক বরাদ্দের প্রার্থীর কর্মী-সমর্থকরা মাইক ভাড়া নিয়ে প্রচার-প্রচারণা শুরু করবেন। ইতোমধ্যে অনেকে মাইক ভাড়া নিয়ে রেখেছেন।
মিরসরাইয়ের নুর মাইক সার্ভিসের সত্ত্বাধিকারী মো. নুর উদ্দিন বলেন, প্রচার কাজে মাইক ভাড়া দিতে আমরা প্রস্তুত রয়েছি। ইতোমধ্যে ১০ সেট মাইক ভাড়া হয়েছে। এগুলো সব নৌকা প্রতীকের প্রচারের জন্য। অন্য প্রার্থীরাও ধীরে ধীরে আসবেন।
তিনি বলেন, ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় প্রচারের জন্য নিজ নিজ এলাকায় স্থানীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ওখানকার মাইক নিয়ে প্রচারণা চালাবেন।
বড়দারোগাহাট কলতান মাইক সার্ভিসের বাসুদেব জানান, আগের মতো নির্বাচনী আমেজ নেই। প্রচারণার জন্য মাইক ভাড়াও তেমন হয় না। আরও বেশি দল নির্বাচনে অংশ নিলে বেশি ভাড়া হতো। তারপরও প্রচারের জন্য মাইক প্রস্তুত রেখেছি। আপাতত সাত সেটা ভাড়া হয়েছে।
বাহার মাইক সার্ভিসের সত্ত্বাধিকারী নুরুল করিম বাহার বলেন, নৌকার প্রার্থী ও স্বতন্ত্রপ্রার্থী প্রচার প্রচারণা বেশি করবেন। অন্যরা নির্বাচনের দুয়েকদিন আগে থেকে প্রচারণায় নামতে পারেন।
জানা গেছে, এ আসনে যাচাই-বাছাইয়ে আট প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রোববার সাম্যবাদী দলে প্রার্থী সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া নৌকাকে সমর্থন দিয়ে তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এখন মাঠে রয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ সাতজন।
জাতীয় পাটির প্রার্থী এমদাদ হোসেন চৌধুরী জানান, প্রতীক বরাদ্দ দেওয়ার পর আমরা প্রচারের জন্য মাইকিং করার সিদ্ধান্ত নেব।
স্বতন্ত্রপ্রার্থী গিয়াস উদ্দিনের নির্বাচনী সেলের অন্যতম সদস্য মাইনুল ইসলাম বলেন, প্রতীক বরাদ্দের পর আমরা আগামীকাল ১৯ ডিসেম্বর থেকে ব্যাপকভাবে প্রচার-প্রচারণায় নামবো। কাল থেকে ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় মাইকিং শুরু করা হবে। ইতোমধ্যে প্রচারণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, নৌকার প্রার্থীর প্রচার-প্রচারণা আজ থেকে শুরু হবে। ইউনিয়ন ও পৌরসভায় দায়িত্ব বণ্টন করা হয়েছে। মাইকিং থেকে শুরু করে সব ধরনের প্রচারণা নিজ নিজ ইউনিয়নের উদ্যোগে হবে।
মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহির হোসেন জানান, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। প্রতিদিন দুপুর ২ট থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিং করা যাবে। মাইকিং ছাড়া অন্য প্রচারণার জন্য নির্দিষ্ট সময় নেই। যে কোনো সময় করতে পারবে প্রার্থীরা।