বুধবার , ২০ ডিসেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আচরণবিধি লঙ্ঘন নৌকার প্রার্থীকে একদিনে দুই শোকজ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৩ ৫:০১ পূর্বাহ্ণ

আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা সদর আসনে নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দীন বাহারকে একদিনে দুটি শোকজ (কারণ দর্শানো) নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কুমিল্লা-৬ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ মো. সিরাজ উদ্দিন ইকবাল স্বাক্ষরিত এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে ২৪ ডিসেম্বর সংসদ সদস্য বাহারকে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৮ ডিসেম্বর নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরি পিটিআই স্কুল মাঠে বৈঠক করেছেন নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দীন বাহার। এ সময় তিনি তার সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, যদি কোনো বিএনপি-জামায়াতের কর্মীকে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া যায় তাহলে তার হাত-ঠ্যাং (পা) ভেঙে দেওয়া হবে। যা উসকানিমূলক বলছে অনুসন্ধান কমিটি। এমন বক্তব্য নির্বাচনে সুষ্ঠু, অবাধ ও ভীতিমুক্ত পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আলাদা নোটিশে বলা হয়েছে, ১৮ ডিসেম্বর নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরি পিটিআই স্কুল মাঠে উঠান বৈঠক করেছেন বাহাউদ্দীন বাহার। নিজস্ব ক্ষমতাবলে নিয়ম ভঙ্গ করে তিনি এ বৈঠক করেছেন মর্মে কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন কুমিল্লা-৬ আসনের স্বতন্ত্রপ্রার্থী আঞ্জুম সুলতানা।

সর্বশেষ - সারাদেশ