বৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

দূরত্ব ৯ কিলোমিটার, কনের শখ পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ

ছেলেবেলা থেকেই হেলিকপ্টারে চড়ার শখ ছিল মেহেরুন আক্তারের। তিন মাস আগে বিয়ে (আকদ) হওয়ার পর স্ত্রীর সেই শখের কথা জানতে পারেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের তরুণ আল আমিন (শ্রাবণ)। সেই শখ পূরণ করলেন তিনি। আজ বৃহস্পতিবার হেলিকপ্টারে করে শ্বশুরবাড়িতে গিয়ে হাজির হন আল আমিন।

রূপগঞ্জের রূপসী এলাকার ব্যবসায়ী আতরুদ্দিনের দুই ছেলে–মেয়ের মধ্যে আল আমিন ছোট। কনে মেহেরুন আক্তারের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকায়। দুজনের বাড়ির দূরত্ব প্রায় ৯ কিলোমিটার।

পড়াশোনায় স্নাতক শেষে এখন বাবার টাইলসের ব্যবসা দেখভাল করেন আল আমিন। প্রায় তিন মাস আগে মেহেরুন আক্তারের সঙ্গে আল আমিনের পারিবারিকভাবে বিয়ে হয়। আজ ছিল তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা। এই উপলক্ষে আল আমিন হেলিকপ্টারের চড়ে হিরাঝিলে যান মেহেরুনকে নিজের বাড়িতে তুলে আনতে।

দুপুরে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে হেলিকপ্টার এসে নামলে শত শত উৎসুক মানুষ এসে ভিড় করেন। এরই মধ্যে সজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়ি থেকে বিদ্যালয় মাঠে আসেন বর। সেখান থেকে হেলিকপ্টারে চড়ে যান কনের বাড়িতে। বিকেলে আবার কনের বাড়ি থেকে একই মাঠে এসে হেলিকপ্টার নামে। ঘোড়ার গাড়িতে করে বাড়ি যান বর–কনে।

শখ পূরণ হওয়ায় উচ্ছ্বসিত মেহেরুন আক্তার। তিনি বলেন, ছেলেবেলার শখ বিয়েতে এসে পূরণ হলো। স্ত্রীর শখ পূরণ করতে পেরে খুশি আল আমিনও। তিনি বলেন, ‘খুব বেশি যে টাকা খরচ হয়েছে, তা কিন্তু নয়। টাকার চেয়ে স্ত্রীর আনন্দটাই আমার কাছে বড় বিষয়। শখের কথা শুনে মা–বাবা অমত করেননি।’

সর্বশেষ - সারাদেশ