শুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

প্রতিদিন আচরণবিধি প্রতিপালনের প্রতিবেদন দিতে নির্দেশ ইসির

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৩ ৫:১৫ পূর্বাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ প্রতিপালনের বিষয়ে প্রতিদিন প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. খোরশেদ আলম নির্দেশনাটি রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা ও অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়, প্রতিদিন বেলা ১১টার মধ্যে আগের দিনের প্রতিবেদন পাঠাতে হবে। এক্ষেত্রে নির্দিষ্ট ছকে আচরণবিধি প্রতিপালন পর্যবেক্ষণে সময়, কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো, অভিযোগ প্রাপ্তির উৎস সম্পর্কে জানাতে হবে।

ভোটের মাঠে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠে ৮ শতাধিক নির্বাহী হাকিম দায়িত্ব পালন করছে। এছাড়া রয়েছে ৩০০ নির্বাচনী অনুসন্ধান কমিটি। প্রায় প্রতিদিনই একাধিক প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসছে। তাদের শোকজ করছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বাদশ সংসদ নির্বাচনে ২৭টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে এক হাজার ৮৯৫ জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ - সারাদেশ