শুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ভোট বর্জনের ডাকে ঢাকায় বিএনপির পক্ষে গণসংযোগ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৩ ৮:২৪ পূর্বাহ্ণ

৭ জানুয়ারির ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে দ্বিতীয় দিনের মতো রাজধানীসহ সারাদেশে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করছে বিএনপি ও সমমনা দলগুলো।

শুক্রবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। গণসংযোগের নেতৃত্বে ছিলেন পরিষদের আহ্বায়ক এ জেড এম জাহিদ হোসেন ও সদস্যসচিব কাদের গনি চৌধুরী।

এসময় তারা প্রেস ক্লাব থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত রাস্তায় সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন। নেতাকর্মীরা নির্বাচনকে আওয়ামী লীগের তৈরি ‘ডামি দল’ ও ‘ডামি প্রার্থীর’ নির্বাচন উল্লেখ করে এর বিরুদ্ধে স্লোগান দেন।

jagonews24

গণসংযোগ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ এখন ভোটাধিকার ফেরত চায়। সেই ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজন নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। অথচ বর্তমান সরকার নির্বাচনের আগেই কে কয়টা সিট পাবে তা ভাগাভাগি করে দিচ্ছে। এ সরকারের ওপর জনগণের আর বিশ্বাস নেই। সরকারের পতন ঘটাতে অসহযোগ আন্দোলনের বিকল্প নেই।

এর আগে গতকাল বৃহস্পতিবার গণসংযোগের প্রথম দিন ঢাকাসহ সারাদেশে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করেন বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা।

আজ শুক্র ও আগামীকাল শনিবারও সারাদেশে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হবে। রোববার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনারা।

jagonews24

গত বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের পক্ষে চারদিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী- বৃহস্পতি, শুক্র ও শনিবার (২১, ২২ ও ২৩ ডিসেম্বর) তিনদিন ঢাকাসহ সারাদেশে গণসংযোগ এবং রোববার (২৪ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে নতুন এ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

একই দিন সরকারের পদত্যাগ দাবিতে সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বিএনপি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ গতিতে উষ্ণ হচ্ছে মধ্যপ্রাচ্য

জাতিসংঘের বিশেষ দূত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল জনগণের কাছে পৌঁছাচ্ছে না

হাইকোর্টের রায় অভিভাবকের বিকল্প হিসেবে মায়ের নাম গ্রহণযোগ্য

অবসরে যাচ্ছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন

কলকাতায় দুই সিনেমার শুটিংয়ে হিরো আলম

শুরুতেই পতনে শেয়ারবাজার, লেনদেনে ধীরগতি

বাংলাদেশে বড় পরিসরে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে গ্রেপ্তার মুস্তাকিমের জন্য আইনজীবী নিয়োগ দিল জাতীয় মানবাধিকার কমিশন

ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে তিন ফরম্যাটের শীর্ষে ভারত

ওয়াজ মাহফিলে বয়ানরত অবস্থায় ইমামের মৃত্যু