রবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

কোমরে পিস্তল নিয়ে নৌকার প্রচারণা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৩ ১:১৪ অপরাহ্ণ

নরসিংদী-২ (পলাশ) আসনে অস্ত্র নিয়ে নৌকার প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ দিলীপের পক্ষে প্রচারণা চালাতে দেখা গেছে। আমদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন ভুঁইয়া রিপন কান্দাইল গ্রামে নৌকার প্রচারণা চালানোর সময় তার কোমরে পিস্তল ছিল। এরই মধ্যে কোমরে অস্ত্র নিয়ে প্রচারণা চালানোর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আমদিয়ার ইউনিয়নের কান্দাইল গ্রামে দলীয় কর্মী-সমর্থক ও নৌকা প্রার্থীকে সাথে নিয়ে নৌকার প্রচারণা চালান সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন ভুঁইয়া রিপন। সে সময় তার কোমরে একটি কালো রঙের পিস্তল গোঁজা ছিল। পরে নাজিম উদ্দিনের কোমরে পিস্তল সংবলিত একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
গত ৪ ডিসেম্বর নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,আগামী ৭ জানুয়ারি পর্যন্ত অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন ভুঁইয়া সাংবাদিকদের বলেন, কোমরে আমার পিস্তল ছিল, এটা ঠিক। তবে আমি কাউকে ভয় দেখায়নি। অস্ত্রটি লাইসেন্সকৃত। এর আগে ইউপি নির্বাচনে আমার বাড়িতে হামলা ভাঙচুর হয়েছে। তাই এটা সাথে রেখেছি। অন্য কিছু নয়।

নরসিংদী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আনোয়ারুল আশরাফ দিলীপের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
এ ব্যাপারে আমদিয়ার দায়িত্বে থাকা সহকারী নির্বাচন কর্মকর্তা ওমর ফারুক সাংরাদিকদের বলেন, বিষয়টি আমাদের নজরে এখনো আসেনি, কেউ আমাদের কাছে অভিযোগও করেননি। খোঁজ-খবর নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল আলম  সাংবাদিকদের বলেন, এ বিষয়ে চিঠি দিয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন চলাকালে অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন করা না হয়। অস্ত্র প্রদর্শন সেটা বৈধ বা অবৈধ হোক আপাতত নিষিদ্ধ।

সর্বশেষ - সারাদেশ