নারায়নগঞ্জের রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভূঁইয়ার পক্ষে গণসংযোগ করেছেন উপজেলার মুক্তিযোদ্ধারা। রবিবার দিনব্যাপী পৌরসভার বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আ. খালেক, মুক্তিযোদ্ধা করিম সিকদার, অ্যাডভোকেট আ. ওহাবসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ।
গণসংযোগকালে মুক্তিযোদ্ধা কমান্ডার আ. খালেক বলেন, আমরা রূপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধারা শাহজাহান ভাইয়ের কেটলি মার্কার পক্ষ নিয়েছি। স্বাধীনতার ৫৩ বছরেও পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। রূপগঞ্জে মূল আওয়ামী লীগ বলতে শাহজাহান ভাই। দুর্দিনে তিনি আওয়ামী লীগকে ধরে রেখে এ পর্যন্ত এসেছেন। আমরা মুক্তিযোদ্ধারা ওনাকেই ভোট দিব।
মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ. ওহাব বলেন, রূপগঞ্জে মুক্তিযোদ্ধাদের প্রার্থী শাহজাহান ভাই, শাহজাহান ভাই আওয়ামী লীগের লোক, তাই দলমত নির্বিশেষে তাকে সংসদ সদস্য করতে সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।