সোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

এক রাতে রাশিয়ার ২৮ ড্রোন ধ্বংস করেছে ইউক্রেন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ

রাশিয়া ইউক্রেনে এক রাতে ৩১টি ড্রোন এবং দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২৮টি ড্রোন এবং দুটি ক্ষেপণাস্ত্রই ধ্বংস করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী সোমবার এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছে, ‘বিমান যুদ্ধের ফলস্বরূপ ইউক্রেনের বিমান বাহিনী এবং প্রতিরক্ষা বাহিনী ওডেসা, খেরসন, মাইকোলাইভ, দোনেতস্ক, কিরোভোহরাদ ও খমেলনিটস্কি অঞ্চলে ২৮টি শহীদ ড্রোন ধ্বংস করেছে।’

ড্রোনগুলো রাশিয়া অধিকৃত ক্রিমিয়া থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

সামরিক বাহিনী জানিয়েছে, বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ ওডেসা বন্দরের প্রযুক্তিগত এলাকার পাশাপাশি ‘একটি প্রশাসনিক ভবন এবং একটি গুদাম’ ক্ষতিগ্রস্ত করেছে। খেরসন অঞ্চলে একটি গুদামে আগুন লেগেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সর্বশেষ - সারাদেশ