সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি নির্বাচন আসলে ভালো হতো। আমরা চেয়েছিলাম বিএনপি নির্বাচনে আসুক। কিন্ত তারা নির্বাচন মানে না, কিছুই মানে না। তারা দেশটাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আগুন সন্ত্রাস করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে চাচ্ছে। ট্রেনে আগুন, বাসে আগুন দিয়ে একটি বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আগামী নির্বাচনে মুক্তিযোদ্ধার করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট।
কামরুল ইসলাম বলেন, যে বিদেশি শক্তি ৭৪-এ কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করেছিল, বঙ্গবন্ধুকে হত্যার পেছনে যে বিদেশি শক্তি জড়িত ছিল এখন আবার একই শক্তি একত্রিত হয়ে আমাদের দেশের যে অর্জনগুলো রয়েছে, সেগুলো ধ্বংস করার চেষ্টা করছে।
তিনি বলেন, যেখানে শেখ হাসিনা স্পষ্ট ঘোষণা করেছেন এবার নির্বাচন সুষ্ঠু সুস্থ ও গ্রহণযোগ্য হবে। বিশ্ব গণামাধ্যমগুলোর সঙ্গে কথা বলেছেন, নির্বাচন কমিশনে সরকার কোনো প্রভাব বিস্তার করবে না। আমরা যদি একটি সুস্থ নির্বাচন করতে পারি তাহলে বিএনপির এসব ষড়যন্ত্রকে প্রতিহত করা সম্ভব। পৃথিবীর কাছে আমরা প্রমাণ করতে পারবো এরা কিছু না জনগণের শক্তি বড় শক্তি। বিএনপি যতই আন্দোলন করুক, যাই করুক জনগণ তাদের সঙ্গে সম্পৃক্ত নয়। জনগণ আমাদের সঙ্গে আছে। নির্বাচনের মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে পারবো।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান মো. মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) মো. আলী শিকদার, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জাব্বার।