মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চাপে থেকেও ভক্তকে দারুণ এক প্রতিশ্রুতি দিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। টেস্টের পঞ্চম দিনের লাঞ্চের পর স্টার্ক বলেছেন, যদি শেষ দিনে পাকিস্তানকে অলআউট করতে পারে অস্ট্রেলিয়া, তাহলে নিজের জুতা সাইন করে ভক্তকে দেবেন তিনি।
দিন শেষ হওয়ার আগে পাকিস্তানকে ঠিকই অলআউট করে দিয়েছে অস্ট্রেলিয়া। যে কারণে স্টার্কের সামনে এসেছে প্রতিজ্ঞা রক্ষা করার দায়িত্ব। তবে নিজের প্রতিশ্রুতি রক্ষায় দেরি করলেন না বাঁহাতি এই অসি পেসার।
ওদিন পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ২৩৭ রানে গুটিয়ে ৭৯ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এরপর ভক্তের কাছে ছুটে গেলেন স্টার্ক। নিজের সাইন করা জুতা তুলে দিলেন খুদে ভক্তের হাতে। সঙ্গে সেলফিও নিলেন স্টার্ক।
চলতি বছর ক্রিকেটে দুর্দান্ত সময় কাটিয়েছে অস্ট্রেলিয়া। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়েছে তারা। এরপর স্বাগতিক ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতেছে অসিরা। এবার এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো প্যাট কামিন্সের দল।
আগামী ৩ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে। এই ম্যাচের মাধ্যমে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন অসি ওপেনার ডেভিড ওয়ার্নার।