আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিশাল আকারের নৌকা তৈরি করেছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা তালুকদার খাজা মাঈন উদ্দিন। এক সহকারী নিয়ে নিজ হাতে নৌকাটি তৈরি করেছেন তিনি। প্রায় এক সপ্তাহ পরিশ্রম করে তৈরি করা ৪০ ফুট দৈর্ঘ্যের নৌকাটি দেখতে ভিড় করছেন এলাকার লোকজন।
জানা গেছে, তালুকদার খাজা মাইন উদ্দিন এবং তার পরিবার দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
খাজা মাইন উদ্দিন বলেন, আমার বুদ্ধি হওয়ার পর থেকে শেখ মুজিবকে ভালোবেসে, উনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের সঙ্গে জড়িত রয়েছি। আমাদের পরিবারের সবাই আওয়ামী লীগের সঙ্গে জড়িত।
তিনি আরও বলেন, দীর্ঘ ৫০ বছরে মিরসরাইয়ে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এই প্রথম তার ছেলে মাহবুব উর রহমান রুহেলকে মাননীয় প্রধানমন্ত্রী নৌকা প্রতীকের মনোনয়ন দিয়েছেন। তাকে ভালোবেসে আমি নৌকাটি তৈরি করেছি। নৌকা শেখ মুজিবের প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক। তাই সকলকে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে মাহবুব উর রহমান রুহেলকে এমপি নির্বাচিত করার অনুরোধ করছি।