মঙ্গলবার , ২ জানুয়ারি ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থীর গণসংযোগ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ২, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ

নেত্রকোনার পাঁচটি আসনে চলছে নির্বাচনি প্রচার-প্রচারণা। এর মধ্যে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামী লীগ প্রার্থীর নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের মাঝে লড়াই জমে উঠেছে। ইতিমধ্যেই নৌকার প্রচার-প্রচারণায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীও।

কেন্দ্রে কেন্দ্রে ভোটার আনতে মানুষের মাঝে ভোটকে উৎসবে রূপান্তরিত করতে গণসংযোগ ও পথসভাসহ জনসভা করে যাচ্ছেন নৌকার প্রার্থী মোশতাক আহমেদ রুহি। দিয়ে যাচ্ছেন পুলিং এজেন্টদের আচরণবিধি মেনে নির্বাচনি দায়িত্ব পালনের প্রশিক্ষণও।

তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে স্বতন্ত্র প্রার্থী চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। মিথ্যা-বানোয়াট অভিযোগ করে যাচ্ছে একের পর এক। হয়তো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য অথবা ভরাডুবির ভয়ে এসব করে যাচ্ছেন। কিন্তু মানুষ নির্বাচনকে দীর্ঘদিন পর উৎসবের মতো দেখছে। গণজোয়ার তৈরি হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, পাহাড়ি জনপদে ভোটারদের মধ্যে উৎসবের উদ্দীপনা দেখা দিয়েছে। আসনটিতে নৌকা নিয়ে মাঠে নেমেছেন সাবেক ছাত্রনেতা আনন্দমোহন কলেজের সাবেক ভিপি মোশতাক আহমেদ রুহি। তার সাথে মাঠে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) ফেরদৌস আরা ঝুমা তালুকদার। তিনি বিদ্রোহী হিসেবে দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবার এমপি নির্বাচনে নামতে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

এ ছাড়াও আসনটিতে নির্বাচনে মাঠে রয়েছেন জাতীয় পার্টির গোলাম রব্বনী (লাঙ্গল), স্বতন্ত্র (ঈগল) হিসেবে আওয়ামী লীগের আরেক নেতা আফতাব উদ্দিন ও বাংলাদেশে সাংস্কৃতিক মুক্তিজোট থেকে (ছড়ি) নির্বাচন করছেন আহমদ শফি।

সর্বশেষ - সারাদেশ