বরগুনা-১ আসনে টাফি গাড়িতে তৃণমূল বিএনপির প্রার্থীর সোনালি আঁশ নির্বাচনি পোস্টার লাগানোর দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতে।
বুধবার সন্ধা ৬ টার দিকে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশ্রাফুল আলম এই জরিমানা করেন।
তৃণমূল বিএনপির প্রার্থী ইউনুস সোহাগ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আজ সন্ধায় আমতলী বাজারে একটি টাফিতে সোনালি আঁশ আমার নির্বাচনি প্রতীক সম্বলিত পোস্টার লাগানো দেখে ইউএনও পুলিশ দিয়ে টাফিটি আটক করে উপজেলা পরিষদে নিয়ে যান এবং ভ্রাম্যমাণ আদালতে টাফির চালক মোস্তফাকে ২০ হাজার টাকা জরিমানা করে।
ইউনুস সোহাগ বলেন, কোনো নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন না করেও শুধুমাত্র টাফি গাড়িতে পোস্টার লাগানোর কারণেই ২০ হাজার টাকা জরিমানা কোন যুক্তিতে করা হলো। তিনি বলেন, ৫ বার মোবাইল করার পরও ইউএনও রিসিভ করেনি।
এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনকে আমতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশ্রাফুল আলম বলেন, টাফি নিষিদ্ধ যানবাহন আর এই নিষিদ্ধ যানবাহন চলাচলের কারণেই জরিমানা করা হয়েছে।