মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থন ছেড়ে নৌকার পক্ষে আসতে দুইদিনের সময় দিয়েছেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী।
বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ-২ আসনে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে নৌকার প্রার্থী মমতাজ বেগমের জনসভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, ‘দুইদিনের মধ্যে মানিকগঞ্জের সমস্ত এলাকায় মাপ চাইয়া আবার নৌকার পাশে আসেন। তা না হইলে আমরাও দেখাইয়া দিতে চাই। আজকে তো সেই নেতৃত্ব দিবো। আমি সহ-সভাপতি হিসেবে মানিকগঞ্জ থেকে আইস্যাতো এহানে মঞ্চ করার কথা না। প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে আমার যাওয়ার কথা না। এই সব কিছু করার কথা মহীউদ্দীন সাবের। সাতটা ইউনিয়ন পরিষদকে ৭টা গাড়ি দিছে। গাড়ি আসে কন থিকা (কোথা থেকে)? মাথা ব্যাইচা (বিক্রি) হইছে আপনাদের?’
তিনি আরও বলেন, ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনেকেই গেছে। আমি খুশি হয়েছি, অন্তত হরিরামপুরের বেশিরভাগ মেম্বার-চেয়ারম্যানদের নিতে পারে নাই। এইটাই খুব ভালো লাগলো। জনগণ চেয়ারম্যানদের বলে দিয়েছে, এই ৭ তারিখের পরে ক্যামনে তোমরা তোমাদের ইউনিয়নে ঢুকো এইটা কিন্তু আমরা দেইখ্যা নিমু।’
রমজান আলী আরও বলেন, ‘গোলাম মহীউদ্দীনকে নৌকার প্রার্থী মমতাজ বেগম বাওয়া আওয়ামী লীগ বলেন, সত্য কথা বলেছেন। যারা নৌকার প্রার্থীর সঙ্গে বেঈমানি করেছেন তারা কি শেখ হাসিনার থেকেও বড় আওয়ামী লীগ?’
হরিরামপুর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেওয়ান সাইদুরের নাম উল্লেখ করে মেয়র রমজান আলী বলেন, ‘সাইদুর সাহেব, আমার অত্যন্ত স্নেহভাজন। কথা আস্তে আস্তে কয়। আমিতো মনে করছি খুব ভালোই বুঝি, আস্তে আস্তে কথা কয় যাতে কেউ না শুনে। মিয়া ভাই কইয়া পায়ে সালাম দিয়া কথা বলে। আজকে দেখা যায়, সেই সাইদুরও নব্বই পার্সেন্ট ভোট বেইচ্যা (বিক্রি) দেয়। যদি তাই দিয়া থাকে, এটা আপনারা বিচার করবেন। এই বিচার আপনাদের কাছে দিলাম। আর বড় জনের (গোলাম মহীউদ্দীন) বিচার সারা মানিকগঞ্জবাসীই করবেন।’
পৌর মেয়র মো. রমজান আলীর হুঁশিয়ারির বিষয়ে জানতে জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি নৌকার সঙ্গেই আছেন। আজও স্বাস্থ্যমন্ত্রীর নির্বাচনী সভায় বক্তব্য দিয়েছেন। পৌর মেয়র রমজান আলী তার সম্পর্কে কি বলেছেন এটা তার ব্যাপার। এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না।
নির্বাচনী সভার ওই মঞ্চে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী কামরুল হুদা সেলিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।