চলতি বছরে যে কোনো সময় ভারতের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। পাঁচ রাজ্যে ভোটের ফল ভারতীয় জনতা পার্টির পক্ষে যেতেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়ের ভোট একটা বড় বিষয়।
মতুয়াদের মন জয় করতে গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রধান হাতিয়ার ছিল নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার চৌবেড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন করতে আসেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা মতুয়াদের সংজ্ঞাধিপতি শান্তনু ঠাকুর। তিনি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুখ খুলেছেন।
শান্তনু ঠাকুর বলেন, মানুষের কাছে এমন কোনো প্রতিশ্রুতি ছিল না যে সিএএ বাস্তবায়ন করতে হবে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে আমরা বলেছিলাম, আপনারা ভোট দিয়ে জেতান আমরা সিএএ পাশ করে দেখাবো। তখন একথা বলা হয়নি যে, নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়ন করে দেখাবো।
তিনি আরও বলেন, সিএএ ভারতের একটা আইন। এই আইন ভারতের সংবিধানের সঙ্গে যুক্ত হয়েছে। ভারতের গৃহমন্ত্রণালয়ে সময় মতোই সেটা বাস্তবায়ন হবে। আমার আশা চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়ন হবে।
শান্তনু ঠাকুর লোকসভা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে বলেন, লোকসভা নির্বাচনে নিশ্চিত মানুষ আমাকে জেতাবে। কারণ সংসদ তহবিলের প্রায় ৫৫০ কোটি রুপির কাজ চলছে, যা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম।