শুক্রবার , ৫ জানুয়ারি ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ছিনতাই হওয়া জাহাজ ও ক্রুদের উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ

ছিনতাই হওয়া জাহাজ এবং সব ক্রুকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার জাহাজটি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনীর কর্মকর্তারা।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় সোমালিয়ার উপকূলের কাছে আরব সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমভি লিলা নরফোক’ নামের মালবাহী জাহাজ ছিনতাই হয়। জাহাজটিতে ১৫ ভারতীয়সহ ২১ জন ক্রু ছিলেন।

নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অভিজাত কমান্ডো বাহিনী মার্কোস কার্গো জাহাজটিতে অভিযান চালায়। তারা আরব সাগরে থাকা জাহাজটিতে থাকা ১৫ জন ভারতীয়কে উদ্ধার করেছে। কমান্ডোরা জাহাজে ছিনতাইকারীর অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে।

ছিনতাই হওয়া জাহাজটিকে লক্ষ্য করে আইএনএস চেন্নাই নামের যুদ্ধজাহাজ পাঠানো হয়ে। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারও পাঠানো হয়েছিল।

 

সর্বশেষ - সারাদেশ