নির্বাচন বর্জনের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত হরতাল পালন করবে দলটি।
এদিকে হরতালের আগের দিন মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যার পর বনানীর নৌ বাহিনী হেডকোয়ার্টারের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ ও মশাল মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
মশাল মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কামরুজ্জামান আসাদ, মো. মুতাছিম বিল্লাহ, মো. ঝলক মিয়া, রোকনউজ্জামান রোকন, সাইফুল ইসলাম সিয়াম, মো. সুরুজ মণ্ডল, জোবায়ের আল মাহমুদ রিজভী, মো. মহিউদ্দীন, নাজমুল হক হাবিব, মেহেরাব আহমেদ মাহবুব মাহি, আলী হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির রায়হান আহমেদ, মো. সালাউদ্দীন, বায়েজিদ প্রধান, মশিউর রহমান মামুন, লিটন এ আর খান, প্রমুখ।