গত ৯ আগস্ট শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতাল ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। টানা ৫ মাস ২ দিন চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতাল থেকে বাসার পথে রওনা করেছেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল ৫টায় তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে তার গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা করেন।
দুপুর থেকে তাকে দেখার জন্য ও তার খবর নেওয়ার জন্য কয়েক হাজার নেতাকর্মী বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালের সামনে জড়ো হয়েছেন। নেতাকর্মীদের ভিড়ের কারণে বেগম খালেদা জিয়ার গাড়িবহর হাসপাতাল এলাকা ছাড়তে বেগ পেতে হচ্ছে।
বেগম খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে আছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।
এদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানের বাসভবন ফিরোজায় উপস্থিত রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান।
প্রসঙ্গত, গত বছরের ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। তার হার্টে তিনটি ব্লকের মধ্যে একটিতে রিং পরানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েকবার তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়েছিল।