রাশিয়ার হামলায় ইউক্রেনের খারকিভ শহরে কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর।
গভর্নর ওলেগ সিনেগুভব বলেন, এ হামলা শহরের আবাসিক ভবনগুলোয় আঘাত হেনেছে। দুই নারীর অবস্থা গুরুতর।’
হামলায় বেশ কিছু আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে শহরের মেয়র বলেন, ওই এলাকায় কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিল না।
ইউক্রেন সীমান্ত থেকে খারকিভ শহরের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। যুদ্ধ শুরুর পর থেকেই বারবার হামলার শিকার হয়েছে শহরটি।
খারকিভ অঞ্চলের কাছাকাছি দুই ডজনের বেশি গ্রামের প্রায় তিন হাজার বাসিন্দাকে সম্ভাব্য রুশ হামলার ব্যাপারে সতর্ক করে আগেই নিরাপদে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছিল কর্তৃপক্ষ।
ইউক্রেনের জন্য ত্রাণসহায়তা চেয়ে আকুতি জাতিসংঘের

অঞ্চলটির সামরিক প্রশাসনের প্রধান ওলেগ কিপারের ভাষ্যমতে, গতকাল রাতে একটি ড্রোন হামলায় তিন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন এবং দক্ষিণাঞ্চলীয় শহর ওদেসার বেশকিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে রাশিয়া বলেছে, তারা সীমান্তের বেলগোরোদ শহরে আজ বুধবার ভোরে একটি হামলা প্রতিহত করেছে।
যুদ্ধক্ষেত্রে চাপের মুখে রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী বেলগোরেদ অঞ্চলে ইউক্রেনের সাতটি ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন ধ্বংস করেছে।
অঞ্চলটির গভর্নর ভাচেস্লাভ গ্ল্যাডকভ জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।