চট্টগ্রামের কোতোয়ালি থানার এক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত নজরুল ইসলাম নামের এক আসামিকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। বুধবার কুমিল্লা জেলার কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসাইন বলেন, ২০০৮ সালে সিএমপির কোতোয়ালি থানার এক মামলায় নজরুল ইসলামকে আদালত ৩ বছরের কারাদণ্ড দেন।
গ্রেফতার নজরুলের ঠিকানা বাকলিয়া থানা এলাকায় হওয়ায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা আসে থানায়। আদালতের পরোয়ানা তামিলের অংশ হিসেবে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে সাজাপ্রাপ্ত নজরুল ইসলাম ওরফে নজুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নজুকে আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।