বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মণিপুরে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে: রাহুল গান্ধী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ

ভারতের মণিপুরের সংঘাতকে গৃহযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণের দুর্দশার দিকে নজর দেননি বলে অভিযোগ করেন তিনি।

দ্বিতীয় দফায় ‘ভারত জোড়ো’ যাত্রার পঞ্চম দিনে আজ বৃহস্পতিবার রাহুল গান্ধীসহ কংগ্রেস নেতা-সমর্থকদের মিছিল নাগাল্যান্ড থেকে আসামে প্রবেশ করে। সেখানে রাহুল গান্ধী বলেন, তিনি গত কয়েক দিন মণিপুরে ছিলেন, সেখানকার পরিস্থিতি ভয়াবহ।

রাহুল গান্ধী আরও বলেন, ‘মণিপুরে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েক দিন সেখানে থেকে এটাই আমার অভিজ্ঞতা। কিন্তু আজ পর্যন্ত প্রধানমন্ত্রী ওই রাজ্যে যাননি।’

মণিপুরে গত বছরের মে মাস থেকে চলা সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ২০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

পদযাত্রার দ্বিতীয় অধ্যায়ে ৬৬ দিনে ১১০ জেলায় যাবেন রাহুল গান্ধী। এই যাত্রার নাম দেওয়া হয়েছে ‘ভারত জোড়ো ন্যায়যাত্রা’। এর মধ্যে একটা বড় সময় তিনি কাটাবেন আসামে। আগামী ৮ দিনে আসামের ১৭টি জেলায় যাবেন তিনি।

রাহুল গান্ধীর সফর উপলক্ষে উত্তর আসামের শিবসাগর জেলার হ্যালোটিংয়ে ভারতের জাতীয় পতাকা হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আসাম কংগ্রেসের সভাপতি ভূপেন বোরার হাতে জাতীয় পতাকা তুলে দেন নাগাল্যান্ড কংগ্রেসের প্রধান এস এস জামির।

মণিপুরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় পুলিশের কমান্ডো নিহত

মণিপুরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় পুলিশের কমান্ডো নিহত

হ্যালোটিংয়ে ন্যায়যাত্রাকে স্বাগত জানাতে সর্বস্তরের হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন। অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে রাহুল গান্ধী বলেন, ‘ভারত জোড়ো’র মতো ন্যায়যাত্রা নাগাল্যান্ডে মানুষের ভালো সমর্থন পেয়েছে। আশা করা যায়, আসামেও মানুষের একই রকম সহযোগিতা ও ভালোবাসার সমর্থন পাবে।

সর্বশেষ - সারাদেশ