চট্টগ্রামে অবৈধ পথে আসা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ- ডিবি। এসময় একটি পিকআপ ভ্যান থেকে সাড়ে তিন টন ভারতীয় চিনি জব্দ করে পুলিশ।
শুক্রবার (১৯ জানুয়ারি) ভোরে জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগরে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- জোরারগঞ্জ থানার ছত্তোরয়া নাছিরের টিলা এলাকার মৃত আবু নোমানের ছেলে আবদুল হালিম ওরফে সোহাগ (৩৩) ও একই থানার বরইয়া মহত আলী মিস্ত্রির বাড়ির ছুটটু মিয়ার ছেলে মো. ইকবাল হোসেন ওরফে সুমন (৩২)। সোহাগ পিকআপ ভ্যান চালক এবং সুমন তার সহযোগী।
চট্টগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) নুর আহমেদ জাগো নিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে চারটার দিকে জোরারগঞ্জ থানার করেরহাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় ৭০ বস্তা চিনি উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানান নুর আহমেদ।