সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ইবাদত-বন্দেগিতে সিলেটে শবে বরাত পালন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৭:১৩ পূর্বাহ্ণ

ইবাদত-বন্দেগির মাধ্যমে সিলেটে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। রোববার (২৫ ফেব্রুয়ারি) এশার নামাজের পর সিলেট জেলার প্রায় সবকটি মসজিদে ধর্মীয় আলোচনা, কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ পাঠের মধ্যদিয়ে এই পবিত্র রাতটি পালন করা হয়।

বিশেষ করে হযরত শাহজালাল (র.) মাজার ও শাহপরান (র.) মাজার মসজিদসহ বড় বড় মসজিদে মুসল্লিরা ইবাদত-বন্দেগিতে রয়েছেন। বাসা-বাড়িতে নারীরাও নামাজ-কোরআন পড়াসহ নফল ইবাদত করছেন।

পবিত্র শবে বরাতের রাতে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করছেন শত শত ধর্মপ্রাণ মুসল্লি। রোববার এশার নামাজ পড়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা মাজার এলাকায় আসতে শুরু করেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়ে।

এদিকে পবিত্র রজনীতে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। নগরীর বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। বিশেষ করে হযরত শাহজালাল (র.) মাজার ও শাহপরান (র.) মাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, গুরুত্বপূর্ণ মসজিদ এবং মাজার কেন্দ্রিক পুলিশ মোতায়েন করা হয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে উভয় ফরমেটে অফিসার ফোর্স মোতায়েন রয়েছে।

সর্বশেষ - সারাদেশ