প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন আরও সাত জন প্রতিমন্ত্রী।
শুক্রবার নতুন সাত জনকে প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বর্ধিত এ মন্ত্রিসভায় অর্থ প্রতিমন্ত্রী হলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি।
জানা গেছে, ওয়াসিকা আয়শা খান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক। তিনি চট্টলার প্রখ্যাত রাজনীতিবীদ আওয়ামী লীগের আমৃত্যু প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের কন্যা।
ওয়াসিকা আয়শা খান সংরক্ষিত নারী আসন-৩১ থেকে নির্বাচিত হয়েছেন। তিনি জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে ২০১৪ সালে প্রথমবার, ২০১৮ সালে দ্বিতীয়বার এবং সর্বশেষ ২০২৪ সালে তৃতীয়বারের মতো দ্বাদশ সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য পদে নির্বাচিত হন।