রাজধানীর খিলগাঁওয়ে কুখ্যাত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তারা হলেন মো. সুমন মিয়া ওরফে ডোঙ্গা সুমন (৩৪) ও তার স্ত্রী জয়নব বানু সুমি (৩৪)। সুমনের বিরুদ্ধে ১২টি ও সুমির বিরুদ্ধে ১৮টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৮ মার্চ) সকালে এসব তথ্য জানান খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে খিলগাঁও থানাধীন খিলগাঁও রেলগেইট এলাকা থেকে মো. সুমন মিয়া ওরফে ডোঙ্গা সুমনকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার বাসায় আরও মাদক আছে বলে স্বীকার করেন।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সবুজবাগ থানা পুলিশের সহায়তায় সবুজবাগ থানাধীন বৌদ্ধ মন্দিরের বিপরীতে সুমনের বাসা থেকে তার স্ত্রী জয়নব বানু সুমি এবং সুমনদের দেখানো ও শনাক্তমতে ঘরের বিভিন্ন স্থান থেকে ৫০০ পিস ইয়াবা ও চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আবদুল্লাহ আল মামুন বলেন, তারা কুখ্যাত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে খিলগাঁও, সবুজবাগ, মতিঝিল এলাকায় গোপনে মাদক কেনাবেচা করে আসছিল তারা। জয়নব বানু সুমি বিভিন্ন সময় পুলিশের কাছে বিভিন্ন নাম ও ঠিকানা বলতো।
বিভিন্ন থানায় সুমনের বিরুদ্ধে ১২টি ও সুমির বিরুদ্ধে ১৮টি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।